About Course
মাহে রমাদান পবিত্র কুরআন নাজিলের মহিমান্বিত মাস। কুরআন মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত অনন্য এক নিয়ামত। এর তেলাওয়াতকারী মূলত আল্লাহ তায়া’লার সঙ্গেই কথা বলে থাকেন। সালাতে কুরআন তেলাওয়াত অপরিহার্য বা ফরজ। সুতরাং বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করাও অত্যাবশ্যক। বরকতময় এই মাসটি কুরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার সর্বোত্তম সুযোগ। তাই এই রমাদান ই হিফজ শেখার সেরা সময় হয়ে উঠতে পারে! এই লক্ষ্যেই তারবিয়া অনলাইন মাদরাসা আয়োজন করেছে, রমাদান স্পেশাল হিফজ কোর্সটি। যা আপনার রমাদানের যাত্রাকে কুরাআনের বারাকায় সিক্ত করে তুলবে ইনশাআল্লাহ। আল্লাহ্ তায়ালা হিফজের এই যাত্রাকে আমাদের সকলের পরকালীন পাথেয় হিসেবে কবুল করেন। আমিন।