কোর্স সম্পর্কে
আবু হুরাইরা রাদি. থেকে বর্ণিত : রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন সুন্দর উচ্চরণে পড়ে না সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয় - সহীহ বুখারী-৭৫২৭। তাইতো আমাদের সকলের উচিত বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিক্ষা করা এবং সন্তানদেরকে বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখার সুব্যবস্থা করে দেওয়া। বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখার সুব্যবস্থা হিসেবে আমরা অফার করছি “নাজেরা ফর জুনিওরস” কোর্সটি। যার মাধ্যমে একজন শিক্ষার্থী ঘরে বসেই সল্প সময়ে বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিখতে পারবে ইনশাল্লাহ। এখানে আপনি তাজবীদের নিয়ম-কানুন সহ সঠিক আচার-আচরণে অল্প সময়ের মধ্যে আপনার তেলাওয়াত শুদ্ধ করতে পারেন। এই প্রোগ্রামটি সম্পূর্ণ অনলাইন এবং খণ্ডকালীন। তরবিয়াহ অনলাইন নাজিরা প্রোগ্রামটি শিশু, তরুণ প্রজন্ম এবং প্রাপ্তবয়স্কদের (যারা সঠিকভাবে কুরআন তেলাওয়াত করতে পারে না) এবং যারা মুখস্থ করার স্বপ্ন দেখে তাদের জন্য ডিজাইন করা হয়েছে। এই প্রোগ্রামে আমরা আপনাকে সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা মুলকের মতো গুরুত্বপূর্ণ সূরা সহ ৩০ তম জুজ এবং ২৯ তম জুজ নাজেরা শেখাব। এ ছাড়া তাজবিদদের মৌলিক নিয়ম ও ১৫টি ছোট সূরা মুখস্থ করা হবে ।