About Course
আবু হুরাইরা রাদি. থেকে বর্ণিত : রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন সুন্দর উ”চরণে পড়ে না সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয় - সহীহ বুখারী-৭৫২৭। তাইতো আমাদের সকলের উচিত বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিক্ষা করা। বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখার সুব্যবস্থা হিসেবে আমরা অফার করছি “বেসিক নাজেরা ফর এল্ডার্স” কোর্সটি। যার মাধ্যমে একজন শিক্ষার্থী ঘরে বসেই সল্প সময়ে বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিখতে পারবে ইনশাল্লাহ।