About Course
আল্লাহ তায়ালা কোরআনকে মানবজাতির পথপ্রদর্শক হিসেবে নাজিল করেছেন। কোরআনে রয়েছে মানুষের কল্যাণের সব তত্ত্ব। যদি কেউ কোরআনকে আঁকড়ে ধরে, তাহলে সে কখনই পথ হারাবে না। তার কাছে সত্য মিথ্যা হবে দিবালোকের ন্যায় স্পষ্ট। কেননা আল্লাহ তায়ালা বলেন, ‘কোরআনকে নাজিল করা হয়েছে মানুষের জন্য পথ নির্দেশ স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নির্দেশনাবলি ও সত্য মিথ্যার পার্থক্যকারীরূপে।’ (সুরা বাকারা : ১৮৫)।
মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা গোটা কুরআনকে বরকতময় করে নাজিল করেছেন। এর প্রতিটি হরফেই সওয়াব। তাই ফাজায়েল বলতে গেলে বলতে হবে সমগ্র কুরআনই ফজিলতপূর্ণ। এর প্রতিটি শিক্ষাই মানব জাতির জন্য শ্রেষ্ঠ উপজীব্য।
তবে কিছু কিছু সূরা রয়েছে,ওয়াজিফাহ এর সূরা, যা অন্য সবগুলো থেকে আলাদা মর্যাদা রাখে। তেমনি বেশ কিছু আয়াত রয়েছে, যেগুলোর ফজিলত নিয়ে স্বতন্ত্র বহু হাদিস বর্ণিত হয়েছে।
আসুন আমরা সেই গুরুত্ত্বপূর্ণ ওয়াজিফাহ সূরা সমূহ হিফয করি। সমলে সলেহ এর জন্য যা অত্যান্ত কার্যকরী হবে ।
তাই আর দেরী না করে ভর্তি হয়ে যান আমাদের “ ওয়াজিফাহ সূরা সমুহ হিফয” কোর্সটি তে।