নাম: দ্বীন মোহাম্মাদ, পিতা- রুহুল আমীন, মাতা: মারজাহান বেগম, গ্রাম: বৈঠার পাড়া, থানা দাগন ভুইয়া, জেলা-ফেনী, সে প্রফেসর মোখতার আহমাদ কর্তৃক পরিচালিত ও প্রতিষ্ঠিত তারবিয়াহ একাডেমী, মোহাম্মাদপুর, ঢাকা গত ০১/১০/২০২৩ইং খ্রিঃ হতে অদ্যবধি ভিডিও এডিটর এন্ড গ্রাফিক্স ডিজাইনার পথে কর্মরত আছে। সে সততা ও নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব তার সাধ্য অনুযায়ী যথাযথ ভাবে পালন করে আসছে।
আমরা দুয়া করি আল্লাহ যেন তার সকল কাজকে সহজ করেন, আমীন।
কল্যাণ কামনায়
তারবিয়াহ একাডেমি চেয়ারম্যান
প্রফেসর মোখতার আহমাদ