আমাদের পেমেন্ট ফেরত নীতি

তারবিয়াহ অনলাইন মাদ্রাসাহ শিক্ষার্থীদের মানসম্মত ইসলামিক শিক্ষা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের কোর্স ও সেবাসমূহে রেজিস্ট্রেশনের পূর্বে ভালোভাবে বিবেচনা করার জন্য শিক্ষার্থীদেরকে উৎসাহিত করা হয়।

 

  1. Registration & Admission Fee

একবার পরিশোধিত রেজিস্ট্রেশন বা ভর্তি ফি ফেরতযোগ্য নয়।

 

  1. Course Fee Refund
  • ক্লাস শুরু হওয়ার আগে:
  • যদি শিক্ষার্থী ক্লাস শুরুর পূর্বে ভর্তি বাতিল করেন, তাহলে প্রদত্ত কোর্স ফি থেকে ১০% সার্ভিস চার্জ কেটে বাকি অর্থ ফেরত দেওয়া হবে।
  • ক্লাস শুরু হওয়ার পর (প্রথম ৭ কার্যদিবসের মধ্যে):
  • যদি শিক্ষার্থী ভর্তি বাতিল করেন, তবে প্রদত্ত কোর্স ফি থেকে ২৫% কেটে বাকি অর্থ ফেরত দেওয়া হবে।
  • প্রথম ৭ কার্যদিবসের পর:
  • কোনো প্রকার ফি ফেরতযোগ্য নয়।

 

  1. Special Cases
  • কোর্স বাতিল বা স্থগিত হলে পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।
  • টেকনিক্যাল সমস্যার কারণে শিক্ষার্থী ক্লাসে অংশ নিতে না পারলে, যাচাই-বাছাইয়ের পর আংশিক বা পূর্ণ রিফান্ড প্রযোজ্য হতে পারে।

 

  1. Refund Process
  • শিক্ষার্থীকে ইমেইল বা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে লিখিতভাবে রিফান্ডের আবেদন করতে হবে।
  • অনুমোদনের পর ৭-১০ কার্যদিবসের মধ্যে শিক্ষার্থীর প্রদত্ত পেমেন্ট মেথডেই রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হবে।

 

  1. Non-Refundable Items
  • রেজিস্ট্রেশন ফি
  • ইতিমধ্যে প্রদত্ত স্টাডি ম্যাটেরিয়াল বা ডিজিটাল রিসোর্স


নোট: Tarbiyah Online Madrasa যেকোনো সময় এই Refund Policy পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।